কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল হককে আটক করেছে সদর থানা পুলিশ।শনিবার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের বড় বাজার সংলগ্ন নারিসা পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, শফিউল হক খুরুশকুল ইউনিয়নের কাওয়ার পাড়া এলাকার মৃত আলী আহমেদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।এলাকার বাসিন্দাদের ভাষ্য, শফিউল হক কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ঘনিষ্ঠ ব্যক্তি ও মূল এজেন্ট হিসেবে এখনও সক্রিয়ভাবে কাজ করছেন। এমপি কমলের হয়ে তিনি স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দেন এবং বিভিন্ন সময়ে প্রশাসনিক দপ্তরেও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি ইলিয়াস খান। তিনি জানান, এসআই চিন্ময় বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল খুরুশকুল ইউনিয়ন...