০৫ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম দীর্ঘ সাত বছর পর তেল সমৃদ্ধ দেশ ইরাকে বাংলাদেশি কর্মী পাঠানো হয়েছে। গত বৃহ¯পতিবার রাতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে ১৮০ জন বাংলাদেশি কর্মীর প্রথম দলটিকে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মো.মাকসুদুল হকের নির্দেশে দূতাবাসের কর্মকর্তা তানভীর আহমেদ ও রেজাউল রিসিভ করেন। ২০১৯ সালে ইরাকস্থ বাংলাদেশ দূতাবাসের ভুল তথ্য সম্বলিত একটি চিঠির কারণে ইরাকি সরকার বাংলাদেশিদের কালো তালিকাভুক্ত করে এবং বাংলাদেশের শ্রমবাজার বন্ধ ঘোষণা করে। শ্রমবাজারটি উন্মুক্ত করার জন্য সরকার ও বেসরকারি উদ্যোক্তারা প্রচেষ্টা চালাতে থাকে। অবশেষে এই প্রচেষ্টা সফল হয়েছে। ইরাক সরকার পুনরায় বাংলাদেশি শ্রমিক নেয়ার অনুমতি দিয়েছে। এই অনুমতির অংশ হিসেবে ৩ হাজার ৫শ বাংলাদেশি পর্যায়ক্রমে ইরাক যাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রথম...