‘সকোত্রা’ যেন পৃথিবীর মধ্যে ভিনগ্রহের দ্বীপ। গালফ অব এডেনের কাছে ভারত মহাসাগরের মধ্যে চারটি দ্বীপ নিয়ে ছোট্ট এক দ্বীপপুঞ্জ সকোত্রা। ইয়েমেনের উপকূল থেকে প্রায় ২৫০ মাইল দূরে অবস্থিত দ্বীপপুঞ্জটির প্রধান দ্বীপের নামও সকোত্রা। এখানে এমন অদ্ভুত চেহারার উদ্ভিদের দেখা মেলে, যা পৃথিবীর অন্য অংশের গাছগাছালি থেকে আলাদা। দ্বীপের ৮২৫ জাতের উদ্ভিদের মধ্যে তিন ভাগের এক ভাগের বেশি দেখা যাবে না কোথাও। শুধু কী উদ্ভিদ? প্রাণীর বেলায়ও এই কথা! সকোত্রার সরীসৃপ প্রজাতির মধ্যে ৯০ শতাংশ ও ভূ-ভাগের শামুকদের মধ্যে ৯৫ শতাংশের দেখা যাবে না কোথাও। অন্য জায়গা থেকে বিচ্ছিন্ন অবস্থানের কারণে এখানের উদ্ভিদ ও প্রাণী অন্যান্য জায়গায় ছড়াতে পারেনি। এখানে আধা মরুময় দ্বীপ। দেখা যাবে প্রশস্ত বালুময় সৈকত, চুনাপাথরের গুহা আর উঁচু পাহাড়। বৃষ্টি হয় কখনো। জায়গাটি ইউনেসকো ঘোষিত...