নব্বই মিনিট পেরিয়ে যোগ করা সময়ের পঞ্চম মিনিটের খেলা চলছিল তখন। সম্ভাব্য ড্রয়ের পথে এগোচ্ছিল লড়াই। শেষ মুহূর্তে লিভারপুলের জালে বল পাঠালেন এস্তেভো উইলিয়ান। উল্লাসে ফেটে পড়ল গোটা স্ট্যামফোর্ড ব্রিজ। ডাগআউট থেকে এক ছুটে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে বুনো উদযাপনে মাতলেন চেলসি কোচ এন্টসো মারেস্কা। নাটকীয় জয় পেল তার দল। ঘরের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে চেলসি। শুরুতে মোইসেস কাইসেদো চেলসিকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কোডি হাকপো। বদলি নেমে সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান গড়ে দেন এস্তেভো। এই ম্যাচের আগে ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সবশেষ গোল করেছিলেন চেলসির বিপক্ষে, গত ক্লাব বিশ্বকাপে পালমেইরাসের হয়ে। এবার ইংলিশ ফুটবলে প্রথম গোল করে চেলসিকে রোমাঞ্চকর জয় এনে দিলেন তিনি। শেষ গোলের...