টাইটানিকখ্যাত হলিউড তারকা কেট এলিজাবেথ উইন্সলেট আজ পা রাখলেন জীবনের ৫১তম বছরে। ১৯৭৫ সালের আজকের দিনে (৫ অক্টোবর) ইংল্যান্ডের ব্যারকশায়ারে জন্মগ্রহণ করেন অস্কারজয়ী এই অভিনেত্রী। বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও এখনো লাস্যময়ী তিনি। কেট উইন্সলেটের পেশাগত অভিনয় জীবন শুরু হয় ১৯৯১ সালে বিবিসির হয়ে শিশুদের একটি সায়েন্স ফিকশনের মধ্য দিয়ে। এরপর মাত্র সতেরো বছর বয়সে তিনি ‘হেভেনলি ক্রিয়েচার’ নামে একটি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। যার গল্প আবর্তিত হয়েছিল দুজন মেয়ের একটি নৃশংস...