মার্কিন কর্মকর্তাদের কাছে আরব সাগরে একটি বন্দর নির্মাণ ও পরিচালনার প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের উপদেষ্টারা, যা মূলত স্পর্শকাতর ওই অঞ্চলে ওয়াশিংটনের শক্ত অবস্থান তৈরির সুযোগ করে দেবে। ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে, ‘দুঃসাহিসক’ সেই পরিকল্পনায় মার্কিন বিনিয়োগকারীদের পাকিস্তানের গুরুত্বপূর্ণ খণিজসম্পদ খাতে প্রবেশে সাগর তীরবর্তী মাছের শহর পাসনিকে একটি টার্মিনাল হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। পাসনি ইরান থেকে ১০০ মাইল ও পাকিস্তানের গোয়াদর থেকে ৭০ মাইল দূরে। চীনের সহায়তার তৈরি একটি বন্দরও রয়েছে সেখানে। আনুষ্ঠানিক কিছু না হলেও সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ায় বিস্তৃত ভূ-রাজনৈতিক বিশাল পরিবর্তনকে পুঁজি করার উপায়গুলো পাকিস্তানের কর্মকর্তারা কীভাবে অন্বেষণ করছেন, ওই প্রস্তাবের মধ্য দিয়ে সেটিই ফুটে উঠছে। পাকিস্তান সেনাপ্রধানের দুজন উপদেষ্টা বলছেন, গত মাসের শেষের দিকে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক...