০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরুল হক নুর বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে মেসেজ দিতেই টার্গেট করে এ হামলা চালানো হয়। এ সময় ঘটনার ৩৫ দিন পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। নুর বলেন, 'হত্যা চেষ্টার উদ্দেশে আমাদের ওপর বিনা উসকানিতে হামলা চালানো হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কোনো নির্দেশনা ছিল না। তাহলে কী ভারত কিংবা কোনো জ্বীন এসে এই নির্দেশনা দিয়েছে?' শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এসময় নুর আরও বলেন, 'ঘটনার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনার...