পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার জেহরি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ১৪ জন নিহত হয়েছে। নিহতদের সবাইকে ‘ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী’ বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শনিবার (৪ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম জিও নিউজ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তীব্র গোলাগুলির পর ১৪ জন ‘সন্ত্রাসী’‘ নিহত হয় এবং আরও ২০ জন আহত হয়। বাকি ‘সন্ত্রাসীদের’ নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। প্রতিবেদনে আরও বলা হয়, কয়েক দিন আগেই বেলুচিস্তানের শেরানি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত (আইবিও) আরেক অভিযানে সাতজন ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, ওই অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ‘সন্ত্রাসীদের’ সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয় এবং...