গাজা নগরীতে একটি আবাসিক ভবন লক্ষ্য করে শনিবারও হামলা চালায় ইসরাইল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের নিষেধ অমান্য করে গাজাজুড়ে শনিবার ফের হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন সাহায্যপ্রার্থীও রয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার ইসরাইলি বাহিনী গাজাজুড়ে একের পর এক বিমান হামলা ও আর্টিলারি শেলিং চালিয়েছে। শনিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ এই উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে। খবর আলজাজিরার।গাজার পশ্চিমে একটি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এ ছাড়া আল মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে হামলায় দুই শিশু নিহত ও আটজন আহত হয়েছেন। উল্লেখ্য, আল মাওয়াসিকে ইসরাইল তথাকথিত মানবিক নিরাপদ অঞ্চল...