মাত্র এক বছর আগেও যে কোম্পানিটির শেয়ারদর ছিল ১শ’ টাকার নিচে, সেটিও এখন লেনদেন হচ্ছে ২শ’ টাকার উপরে। অথচ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে উৎপাদন ও কারখানা। আর্থিক অবস্থার কোনো সূচকেই ভালো নেই। ঋণের দায়ে জর্জরিত। শুধু এবারই নয়, প্রতিষ্ঠানটির শেয়ারদর কিছু দিন পরপরই এমন হঠাৎ উল্লম্ফন হয়। সাম্প্রতিক সময়ে এমন চিত্রই দেখা যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলসের শেয়ার লেনদেনে। অথচ ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হলে এ সম্পর্কে অবগত নয় বলে বরাবরই জানিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির এমন উচ্চ শেয়ার দরে কারসাজি চক্রের ছায়া দেখতে পাচ্ছেন বাজার বিশ্লেষকরা।খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরেই টপ গেইনার ও টপ ব্লক ট্রেডের শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে নিজেদের অবস্থান তৈরি করেছে শ্যামপুর সুগার...