ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম মারা গেছেন। ৯৪ বছর বয়সী এই অভিনেত্রী শনিবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্ধ্যা প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ভি শান্তারামের স্ত্রী। এই অভিনেত্রী হিন্দি ও মারাঠি দুই ভাষার সিনেমাতেই সমানভাবে কাজ করেছেন। এনডিটিভি লিখেছে, মহারাষ্ট্র সরকারের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অশীষ শেলার ইনস্টাগ্রামে এক পোস্টে এই অভিনেত্রীর মৃত্যুর খবর শোক জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘পিঞ্জরা' খ্যাতনামা অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি সিনেমায় তার অভিনয় ও নাচের মাধ্যমে তিনি দর্শকের মনে ছাপ রেখে গেছেন। "তার ‘ঝনক ঝনক পায়েল বাজে’, ‘দো আঁখে বারাহ হাত’ এবং বিশেষ করে ‘পিঞ্জরা’ সিনেমার অভিনয় দর্শকদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তার আত্মাকে চিরশান্তি দিন।” অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের মরদেহ পারেলের রাজকমল স্টুডিওতে নেওয়া হয়েছে। পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন এবং অনুরাগীদের...