সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তেঁতুলিয়া নদীতে অভিযান চালানোর জন্য বিকেলে মৎস্য অফিসের সামনে থেকে ট্রলারযোগে রওনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি টিম। ট্রলারে ওঠার পরই অভিযানের একাধিক সদস্য ফেসবুকে লাইভ শুরু করেন। এতে অসাধু জেলেরা আগেই সতর্ক হয়ে নদী থেকে সরে যান। চন্দ্রদ্বীপ এলাকার এক জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নদীতে বেশ কয়েকজন জেলে ইলিশ শিকার করছিলেন। ফেসবুক লাইভে খবর ছড়িয়ে পড়তেই সবাই জাল তুলে নিরাপদে সরে যান।” ফেসবুকে লাইভ করে অভিযান পরিচালনা করায় সমালোচনা করেছেন সচেতন মহল। অনেকেই লাইভের নিচে...