এরপর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন স্লোভেনিয়ান ফরোয়ার্ড বেঞ্জামিন সেশকো। ৩১তম মিনিটে কাছাকাছি দূরত্ব থেকে এক টাচে বল জালে পাঠিয়ে দ্বিতীয় ম্যাচে টানা দ্বিতীয় গোলের দেখা পান তিনি।তবে ম্যাচে ইউনাইটেডের আসল স্বস্তি এনে দেন নতুন গোলরক্ষক সেনে ল্যামেন্স। রয়্যাল অ্যান্টওয়ার্প থেকে £১৮.১ মিলিয়নে আসা এই বেলজিয়ান প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে খেলেন এবং অভিষেকেই রাখেন ক্লিন শিট। ৭৪ হাজার দর্শকে ভরা ওল্ড ট্রাফোর্ডে একাধিক গুরুত্বপূর্ণ সেভে প্রমাণ করেন, তিনি প্রস্তুত বড় মঞ্চের জন্যই।কেন আমোরিমকে এখনও বরখাস্ত করছে না ম্যানইউ?প্রথমার্ধের শেষের দিকে সান্ডারল্যান্ড একবার পেনাল্টির সুযোগ পেলেও ভিএআর চেক করে সেটি বাতিল করা হয়। রিপ্লেতে দেখা যায়, সেশকোর বুট ট্রাই হিউমের মুখে লাগেনি।শেষ মুহূর্তে কিছুটা বিপদে পড়লেও ল্যামেন্স ঠান্ডা মাথায় দলকে রক্ষা করেন। এক পর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লেও রেফারি তা ডাইভ...