দুই ফরম্যাটের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এক নতুন মাইলফলক স্পর্শের হাতছানি মুশফিকুর রহিমের সামনে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের এই অভিজাত সংস্করণে ৯৮টি ম্যাচ খেলেছেন এই সিনিয়র ব্যাটার। সব ঠিক থাকলে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শততম টেস্ট খেলার মাইলফলক অর্জন করতে পারবেন মুশফিক। তাতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তিতে নাম লেখাবেন এই অভিজ্ঞ ব্যাটার। আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে রোববার (৪ অক্টোবর) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১১-১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম টেস্ট শেষে ঢাকায় ফিরবে দুই দল। এরপর মিরপুর শেরেবাংলা...