এশিয়া কাপ শেষে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে বাংলাদেশ। চলতি মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে এই সিরিজ। আফগান সিরিজ শেষেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আতিথ্য দেবে বাংলাদেশ। এরপর বাংলাদেশের সামনে আয়ারল্যান্ড। আগামী নভেম্বরের শুরুতে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড। আসন্ন এই সিরিজে ২টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত। আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে রোববার (৪ অক্টোবর) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো। আগামী ১১-১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম টেস্ট শেষে ঢাকায় ফিরবে দুই দল। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৯-২৩ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। দুটো ম্যাচই শুরু হবে সকাল ১০টায়। টেস্ট সিরিজ...