সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার ওপর হামলার বিচার দাবি করেছেন। শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি বলেন, “…২৯ অগাস্টের ঘটনার বিচার না হলে, আমরা যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায় গামছা পরাব।” নুর বলেন, “ফ্যাসিবাদের সময় শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা, ওই সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এরকম বর্বরোচিত হামলার শিকার আমরা হইনি। “এটা একটা টার্গেট অপারেশন ছিল। আমাকে আমাদেরকে টার্গেট করে হামলা পরিচালিত হয়েছে। তাই আমি রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানকারী নেতাদের বলব, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে।” গত ২৯ অগাস্ট ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ...