গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত গ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত গরু কাটার সঙ্গে যুক্ত আরও ৭ জনের মধ্যে রোগের উপসর্গ পাওয়া গেছে। এর আগে একই ঘটনার সঙ্গে যুক্ত চারজনের শরীরে উপসর্গ ধরা পড়ে। এ নিয়ে শনিবার,(০৪ অক্টোবর ২০২৫) পর্যন্ত উপজেলার মোট ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ পাওয়া গেছে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে দীর্ঘমেয়াদি চিকিৎসায় এ রোগ সেরে যায় বলে জানান চিকিৎসকরা। এদিকে, সুন্দরগঞ্জে প্রতিরোধক ভ্যাকসিন দেয়ার পরও শনিবার, একদিনের ব্যবধানে ১০ গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে আক্রান্ত হয়েছে সহস্রাধিক। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ হতে মাইকিং ও উঠান বৈঠক অব্যাহত রয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার রাতে গাইবান্ধা শহরের রাবেয়া ক্লিনিকে চর্মরোগ বিশেষজ্ঞ মনজুরুল করিমের কাছে চিকিৎসা নিতে এসে নতুন ৭ জনের মধ্যে এ উপসর্গ ধরা পড়ে। রাবেয়া ক্লিনিক...