‘কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে দলের স্বার্থে’ ঐক্যের ডাক দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেছেন, “আমাদের সবার দায়িত্ব দলের সম্মান অক্ষুন্ন রাখা এবং রাজনীতিকে গঠনমূলক পথে এগিয়ে নেওয়া। গঠনমূলক প্রতিযোগিতা থাকবে, মতবিরোধ থাকবে কিন্তু তা যেন কখনও দলের ভেতর বিরোধ সৃষ্টি না করে। বিরোধীপক্ষ যেন কোনোভাবে সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।” আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শুরুতে লিখিত বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, “আমি বিএনপির একজন কর্মী। গত ২২ সেপ্টেম্বর আমি দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি। ওই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিন্তু যোগদানের পর থেকেই একটি পক্ষ আমাকে হেয় করার চেষ্টা চালাচ্ছে। তারা কাঁদা ছোড়াছুড়ির মাধ্যমে আমার রাজনৈতিক অবস্থান...