আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, শেখ হাসিনার সময় ছিল দলের সঙ্গে দলের লোকের প্রতিযোগিতা। এখন সরকারি এবং আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে।শনিবার,(০৪ অক্টোবর ২০২৫) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাপা চেয়ারম্যান বলের, ‘একটি দল রয়েছে সেই দলের দুইজন সদস্য সরকারে রয়েছেন। তারা যেখানে যাচ্ছেন সেখানে প্রটোকল পাচ্ছেন। জামায়াতে ইসলামীসহ তারা মোটামুটি সরকারের সব সুবিধা ভোগ করছে। তারা যা করতে চাইছেন সব করতে পারছেন। বিএনপিকে আধা সরকারি দল আখ্যা দিয়ে জিএম কাদের বলেন, ‘এখনও ৫০ ভাগের বেশি লোককে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনার সময়েও তাই হয়েছে, এখনও তাই চলছে, শেখ হাসিনা ৫০ শতাংশকে বাইরে রাখার পরিস্থিতি সৃষ্টি...