শনিবার ভারতের মহারাষ্ট্রের বীড জেলার জিওরাই তালুকার তলওয়াড়া গ্রামে একটি অর্ধেক পানিভর্তি নীল রংয়ের ড্রামে চার মাস বয়সী এক শিশুর মরদেহ পাওয়া গেছে। শিশুটিকে তার বাবা ড্রামে ফেলে হত্যা করেছেন এবং পরে তিনি নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বাবা অমল সোনাভানে তার চার মাসের শিশুকে ড্রামে ফেলে হত্যা করেন। ড্রামটি অর্ধেক পানিভর্তি ছিল। ভয়াবহ দৃশ্যে দেখা যায়, শিশুটি গোলাপি টি-শার্ট পরে ও ডায়াপার পরিহিত অবস্থায় পানির মধ্যে মুখ নিচে করে পড়ে আছে। পাশে একটি গোলাপি প্লাস্টিকের মগ ভেসে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, অমল পূর্বেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কয়েক...