মুসলিম বিশ্বের জন্য ‘নিজস্ব ন্যাটো’ গঠনের ধারণা এখন আর কেবল কল্পনা নয়, এটি ধীরে ধীরে বাস্তব আলোচনায় উঠে আসছে। এর পেছনে কারণ, সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এক গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি, যা পর্যবেক্ষকদের মতে ভবিষ্যতে মুসলিম বিশ্বের শক্তিশালী সামরিক জোটের প্রথম ধাপ হতে পারে।চুক্তি অনুযায়ী, যদি পাকিস্তানের ওপর হামলা হয়, সেটি সৌদির ওপর হামলা হিসেবে গণ্য হবে; একইভাবে সৌদির ওপর হামলা হলে তা পাকিস্তানের ওপর হামলা ধরা হবে। এই শর্তটি ন্যাটোর বিখ্যাত ‘আর্টিকেল ফাইভ’-এর সঙ্গে তুলনা করছেন বিশ্লেষকরা, যেখানে একটি সদস্য দেশের ওপর আক্রমণ মানে পুরো জোটের ওপর আক্রমণ।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, শুধু সৌদি আরবই নয়, ইরান, তুরস্ক, মিশর ও কাতারের মতো আরও কয়েকটি মুসলিম দেশ এমন চুক্তিতে আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন, “যদি এই চেইনে আরও দেশ...