দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলায় বসেছে নানা পণ্যের পসরা। এ মেলা থেকে জীবনসঙ্গী খুঁজে নেন তরুণ-তরুণীরা কেউ বলেন ‘আদিবাসী মিলনমেলা’, কেউ বলেন ‘জীবনসঙ্গী খোঁজার মেলা’। নাম যাই হোক ঐতিহ্যবাহী অভিনব এই অনুষ্ঠান শুধু আদিবাসীদেরই নয় সমতলের মানুষকেও করেছে মুগ্ধ। এই মেলা থেকে তরুণ-তরুণীরা তাদের পছন্দের মানুষকে খুঁজে নিতে পারেন। করতে পারেন বন্ধুত্বও। এমন অভিজ্ঞতালব্ধ জেলার বীরগঞ্জের আদিবাসী প্রবীণ নেতা রবার্ট বাস্কে। তিনি বলেন, আমাদের সময়ও এই মেলা ছিল সবচেয়ে বড় উৎসব। তখনো তরুণ-তরুণীরা এখানে পরিচিত হতো, বিয়ের সিদ্ধান্ত নিত। আজও সেই ধারাবাহিকতা বজায় আছে দেখে আমরা গর্বিত। একইভাবে আদিবাসী তরুণী এলিনা সরেন বলেন, এই মেলায় আসা মানেই আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করা। নাচ, গান আর আনন্দে ভরপুর সময় কাটানো।দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত গোলাপগঞ্জ...