অসহায় গাজাবাসীদের সাহায্য ও ইসরাইলি অবরোধ ভাঙার জন্য সবচেয়ে বড় সমুদ্র অভিযান ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। জীবনের বাজি রেখে মানবতার উদ্দেশ্যে যাত্রা করে চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, অভিনেতা, রাজনীতিবিদ, মানবাধিকারকর্মীসহ শত শত স্বেচ্ছাসেবক। এই যাত্রাটি গ্লোবাল মার্চ টু গাজা, সুমুদ কনভয়, সুমুদ নুসান্তারা এবং ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশগ্রহণকারী এবং সংগঠকদের একত্রিত করেছিল। দুঃসাহসী এই অভিযানের পেছনে রয়েছে ১০ নায়কের নাম। ‘স্টিয়ারিং কমিটি’র এই সদস্যরা অভিযানটি নিয়ে শুধু স্বপ্নই দেখেননি বরং তা বাস্তবে রূপ দেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওয়েবসাইট থেকে। গ্লোবাল মুভমেন্ট টু গাজা (পূর্বে গ্লোবাল মার্চ টু গাজা), গ্রিস ক্লিওনিকি আলেক্সোপৌলো একজন অর্থনৈতিক ও সামাজিক ইতিহাসবিদ। গ্লোবাল সাউথবিষয়ক বিশেষজ্ঞ। গত এক বছর ধরে তিনি প্রিন্সটন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল স্টাডিজে পোস্ট ডক্টরাল স্কলার হিসাবে কর্মরত। তার গবেষণার মূল ক্ষেত্র হলো...