বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এশিয়া কাপে যাওয়ার আগে থেকেই জাকের আলী অনিকদের নতুন কোচ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। পাওয়ার হিটিং কোচ হিসেবে আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে কাজ করেছিলেন জুলিয়ান উড। প্রো ভেলোসিটি ব্যাট ব্যবহার করে ব্যাটারদের ব্যাট সুইং বাড়ানোর দীক্ষা দেওয়া উডকে খন্ডকালীন চুক্তিতে বিসিবি নিয়োগ দেওয়ার পর তার সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ায়নি। এবার সেই উডকে নিজেদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট)। উডের পাশাপাশি ওয়ানিন্দু হাসারাঙ্গাদের জন্য স্পিন বোলিং কোচ হিসেবে ড. রেনে ফার্ডিনান্ডসকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। উডকে এক বছরের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এসএলসি, যা কার্যকর হয়েছে ১ অক্টোবর থেকে। আর ফার্ডিনান্ডসের চুক্তির মেয়াদ দুই বছরের। যা ৩০...