স্ট্রোক—একটি প্রাণঘাতী অবস্থা, যা মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে একজন মানুষের পুরো জীবন। মস্তিষ্কে রক্তপ্রবাহ ব্যাহত হলে শরীরের চলাচল, কথা বলা বা চিন্তাশক্তি পর্যন্ত থমকে যেতে পারে। সম্প্রতি জার্নাল অফ নিউরোলজি-তে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষের মধ্যে তুলনামূলকভাবে বেশি স্ট্রোকের ঝুঁকি রয়েছে, বিশেষত কম বয়সে। গবেষক দলটি প্রায় ১৭,০০০ প্রাথমিক স্ট্রোক আক্রান্ত রোগী (বয়স ১৮ থেকে ৫৯ বছর) এবং ৬ লাখেরও বেশি সুস্থ ব্যক্তির তথ্য বিশ্লেষণ করেছেন। ফলাফলে দেখা যায়, যাদের রক্তের গ্রুপ A, তাদের ক্ষেত্রে ৬০ বছর বয়সের আগেই স্ট্রোক হওয়ার সম্ভাবনা ১৬% বেশি অন্য রক্তের গ্রুপের তুলনায়। ➡️ রক্তের গ্রুপ ও স্ট্রোকের মধ্যে সরাসরি সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। ➡️ A রক্তের গ্রুপধারীদের রক্ততঞ্চনের (clotting) প্রবণতা ভিন্ন হতে পারে। ➡️ কম বয়সে স্ট্রোকের ঝুঁকি...