বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) স্বল্প সুদে ঋণ বিতরণ করে সরকারি নীতি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় কৃষি ব্যাংকের মাধ্যমে গত ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৭৮ হাজার ৩৮৬ জন নতুন কৃষকের মুখে হাসি ফুটেছে। গত অর্থবছরে এসব নতুন কৃষকদের ৩ হাজার ১১৬ কোটি টাকার ঋণ সুবিধা দেওয়া হয়েছে। এদিকে, বিকেবির আরেকটি বড় সাফল্য হলো রেমিটেন্স বা প্রবাসী আয় আহরণ। চলতি বছরের আট মাসে কৃষি ব্যাংক ১৯৭৬.২১ মিলিয়ন ডলার অর্থ্যাৎ ২৪,৩২৪ কোটি টাকা রেমিটেন্স আহরণ করেছে। সে হিসাবে কৃষি ব্যাংক প্রবাসী আয় সংগ্রহে তৃতীয় স্থানে উঠে আসে। এরই ধারাবাহিক সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিটেন্স আহরণে রেকর্ড ২ দশমিক ১ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। যে কারণে কৃষি ব্যাংকের বর্তমান অবস্থান আটটি সরকারি ব্যাংকের মধ্যে প্রথম এবং সব...