বাংলাদেশের ইতিহাসে ব্যাংক খাতে প্রথমবারের মতো একসঙ্গে পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত হয়ে গঠিত হতে যাচ্ছে নতুন একটি ব্যাংক, ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। পরিচালনার জন্য প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক বসানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে, শীগ্রই তাদের দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানা যায়।আইনি প্রক্রিয়া মেনে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘একীভূতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসক নিয়োগের বিষয়টি পরিচালনা পর্ষদের সভায় যুক্ত করা হয়েছে। গভর্নর মহাদয় বিদেশ সফর শেষে ছুটি থেকে ফিরলেই প্রজ্ঞাপন জারির মধ্যে দিয়ে প্রশাসকেরা দায়িত্ব গ্রহণ করবেন।’ বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যমতে, প্রশাসকদের তালিকা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম এক্সিম ব্যাংক, নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার সোশ্যাল ইসলামী ব্যাংক, নির্বাহী...