বিশ্বের ৩৫ টি দেশের প্রায় ৭০ জন গবেষক, পরিবেশবাদী, শিক্ষক, ডোনার এজেন্সি ও উদ্যোক্তাদের নিয়ে ২৯–৩০ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হলো – ‘4th Global Summit on Advances in Earth Science and Climate Change’ যার মূল প্রতিপাদ্য—“Earth’s Future: Harnessing Science, Technology, and Equity for a Sustainable Planet।” । এই সম্মেলনে ডিস্টিংগুইশ স্পিকার হিসেবে আমন্ত্রিত হয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক ও বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মোহাম্মদ জুলফিকার আলী তুলে ধরলেন জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় নারীরদের জীবন সংগ্রাম ও স্বাস্থ্য সংকটের চিত্র। তাঁর বক্তব্যের শুরুতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তৈরি বিউটিফুল বাংলাদেশ নামে একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন যা উপস্থিত শিক্ষক, গবেষক ও উপস্থিত সকলের দৃষ্টি কেড়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা নীরবে লড়ছেন এক অদৃশ্য সংকটের সঙ্গে। জলবায়ু পরিবর্তন, লবণাক্ত পানির অনুপ্রবেশ ও...