০৪ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম হামাসের একজন জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেছেন, একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কেবল তার কাছেই অস্ত্র সমর্পণ করবে এই প্রতিরোধ আন্দোলন। আবু মারজুক কাতারের আল জাজিরা নেটওয়ার্ককে জানান, হামাস ভবিষ্যতের একটি ফিলিস্তিনি রাষ্ট্রের কাছে তাদের অস্ত্র হস্তান্তর করবে। তিনি জোর দিয়ে বলেন, গাজার ভাগ্য একটি জাতীয় বিষয় যে বিষয়ে হামাস একা সিদ্ধান্ত নিতে পারে না। তিনি বলেন, গোষ্ঠীটি ট্রাম্পের প্রস্তাবের 'মূল রূপরেখা' মেনে নিয়েছে। তবে হামাসের এই জ্যৈষ্ঠ নেতা জোর দিয়ে বলেন, এটি বাস্তবায়নের জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিস্তারিত আলোচনার প্রয়োজন। আবু মারজুক বলেন, হামাস আন্দোলন এবং এর অস্ত্র সম্পর্কিত সব বিষয়ে আলোচনা করবে। আলোচনায় শান্তিরক্ষী বাহিনী এবং অন্যান্য অপারেশনাল দিকগুলির সমস্ত বিবরণ অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও...