০৪ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম ভারতের উত্তর প্রদেশের জৌনপুরে একজন মুসলিম গর্ভবতী নারীকে ধর্মীয় পরিচয়ের কারণে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছে স্থানীয় একটি হাসপাতাল। জৌনপুর জেলা হাসপাতালের এক ডাক্তারের বিরুদ্ধে ভুক্তভোগী ওই মুসলিম নারী অভিযোগ করেছেন, ধর্মীয় পরিচয়ের কারণে তিনি তাঁর প্রসব করাতে অস্বীকৃতি জানিয়েছেন। শামা পারভীন নামের ওই নারী বলেন, ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটেছে। তিনি অভিযোগ করেন, "ডাক্তার বলেছেন তিনি মুসলিম রোগীদের চিকিৎসা করবেন না। আমি সকাল ৯টার দিকে ভর্তি হয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত আমার প্রসব করানো হয়নি। আমি বিছানায় শুয়ে ছিলাম, কিন্তু ডাক্তার আমার চিকিৎসা করতে অস্বীকার করেন এবং অন্যদেরও আমাকে অপারেশন থিয়েটারে না পাঠাতে বলেন।" পারভীন বলেন, তিনি ডাক্তারের মুখোমুখি হন এবং তাঁকে বলেন, তিনি হিন্দু ও মুসলিমের মধ্যে বৈষম্য করছেন।...