০৪ অক্টোবর ২০২৫, ১০:২৮ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১০:২৮ পিএম পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতীয় 'প্রক্সি গোষ্ঠী' ফিতনা আল-হিন্দুস্তানের অন্তত ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এই খবর জানিয়েছে। সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুজদার জেলার জেহরি এলাকায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এতে ১৪ সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি অন্তত ২০ জন জঙ্গি আহত হয়। নিরাপত্তা বাহিনী ফিতনা আল-হিন্দুস্তানের অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলেছে, অভিযান চলাকালীন সেনারা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আক্রমণ করে। এসময় তীব্র গোলাগুলি হয় এবং সাত জন ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়। এই অভিযান এমন এক সময়ে চালানো হলো যখন পাকিস্তানে সামগ্রিক সহিংসতা উল্লেখযোগ্যভাবে...