এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে অংশ নেওয়ার লক্ষ্যে আগামীকাল দেশ ছাড়ছে বাংলাদেশ দল। তবে জর্ডানে যাওযার আগে দুবাইয়ে নামবে বাংলাদেশের মেয়েরা। সেখানে আগামী ৭ ও ৯ অক্টোবর সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে কোচ সাইফুল বারী টিটুর দল। এরপর বাছাইপর্ব খেলতে জর্ডানে যাবে মেয়েরা। সেখানে প্রথম ম্যাচ স্বাগতিকদের বিপক্ষে ১৩ অক্টোবর ও ১৭ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ চাইনিজ তাইপে। দুবাইয়ের অভিজ্ঞতা জর্ডানে ভালোভাবে কাজে লাগিয়ে ইতিবাচক ফল করার দিকে দৃষ্টি বাংলাদেশের মেয়েদের। বাংলাদেশ নারী দলের হেড কোচ বৃটিশ পিটার বাটলার। তবে অনূর্ধ্ব-১৭ দলে কোচ বদল হচ্ছে বারবার। সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট খেলেছে মাহবুবুর রহমান লিটুর অধীনে। এএফসি টুর্নামেন্টে বাফুফে দায়িত্ব দিয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে। সময় কম পেলেও এএফসি টুর্নামেন্টে মূল পর্বে...