‘বিসিবি নির্বাচনে নোংরামির বিরুদ্ধে ক্লাব, সংগঠক ও কাউন্সিলরদের প্রতিবাদ’-শিরোনামে আয়োজিত সভায়, আসন্ন বিসিবি নির্বাচন না পেছালে এবং তাদের তিন দফা দাবি মানা না হলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকার ক্লাবগুলো।অন্তত ৪৮টি ক্লাব এ সিদ্ধান্তে একমত বলেই দাবি সংবাদ সম্মেলন আয়োজকদের। শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে এই দাবি তোলা হয়। লিখিত বিজ্ঞপ্তিতে ক্লাবগুলো জানায়, তিনটি দাবি-বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের সময় বৃদ্ধি করে সুন্দর নির্বাচনের ব্যবস্থা করা, অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা ও বর্তমান তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করে সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে নির্বাচন আয়োজন করা। ‘কেন এই দাবি’ শিরোনামে লিখিত বক্তব্যের একটি অংশে নিজেদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন তারা-আরো পড়ুন:বিসিবি নির্বাচন: উত্তাপ থেমে চেনা ছকের খেলাবিসিবি নির্বাচন করবেন না তামিম ১. জেলা-বিভাগ থেকে নির্বাচিত...