আগামী বছর যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মদিন উদযাপন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে অভিনব পরিকল্পনা করছে দেশটির ট্রেজারি বিভাগ। উভয় দিকেই ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ১ ডলারের কয়েন তৈরি করার কথা ভাবছে তারা। খবর সিএনবিসি নিউজের। এই মুদ্রার প্রথম খসড়া প্রকাশ করা হয়েছে। একদিকে ট্রাম্পের মুখায়ব এবং ‘ইন গড উই ট্রাস্ট’ শব্দগুলো লেখা। তার নিচে ১৭৭৬-২০২৬ সাল খচিত। মুদ্রার অন্য দিকে বিদ্রোহী চেহারার ট্রাম্পকে তার মুষ্টি উঁচিয়ে থাকতে দেখা যাচ্ছে। ২০২৪ সালে পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তিনি যে ভঙ্গিতে ছিলেন এটি সেই প্রতিরূপ। এই পাশে গোলাকারভাবে লেখা ‘ফাইট ফাইট ফাইট ফাইট’। ট্রাম্প সেই হামলার ঠিক পরে তার সমর্থকদের উদ্দেশে তা বলেছিলেন। মুদ্রাটি দেশটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মোচনের কথা ভাবা হচ্ছে। মুদ্রার এ স্কেচের বিষয়ে মার্কিন কোষাধ্যক্ষ ব্র্যান্ডন...