গাজা যুদ্ধ বন্ধে মার্কিন পরিকল্পনা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মেনে নেওয়ার পরের দিনই প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, পরিকল্পনা বাস্তবায়নে হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে তাদেরকে অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “জিম্মি মুক্তি ও শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দেওয়ার জন্য ইসরায়েল সাময়িকভাবে বোমা হামলা বন্ধ করেছে বলে আমি কৃতজ্ঞ। হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় তাদের অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্প লিখেছেন, “আমি বিলম্ব সহ্য করব না, যা অনেকেই মনে করেন, অথবা এমন কোনো ফলাফল যেখানে গাজা আবার হুমকি তৈরি করবে। চলুন এটি দ্রুত সম্পন্ন করি।” গাজা যুদ্ধ বন্ধে গত সপ্তাহে হামাসের কাছে...