বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ ঘিরে নাটকীয়তা বাড়ছেই। গত বুধবার মনোনয়ন প্রত্যাহারের দিনে নির্বাচন থেকে সরিয়ে নেন তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী। সেই তালিকায় এবার যুক্ত হলেন আরও ৩ জন। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে গেলেও ৩ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে খুদে বার্তায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান ক্লাব ক্যাটাগরিতে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রার্থী লুতফর রহমান। শনিবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পরিচালক প্রার্থী হাসিবুল আলম। সবশেষ তাদের সঙ্গে যুক্ত হলেন ক্লাব ক্যাটাগরিতে কাঠাল বাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাবের মনোনীত কাউন্সিলর মেজর ইমরোজ আহমেদ (অবঃ)। বুধবার নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা জানায় বিসিবির নির্বাচন কমিশন। তালিকায় রাজশাহী বিভাগ থেকে একটি পরিচালক পদের জন্য লড়তেন তিন জন। সেখান...