টি-টুয়েন্টিতে টানা চার সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। টাইগাররা শনিবার শারজায় দ্বিতীয় ম্যাচ জিতে প্রথমবার দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জেতার কীর্তি গড়েছে। জাকের আলি অনিকদের সামনে এখনবিদেশের মাটিতে প্রথম আফগানদের হোয়াইটওয়াশ করার সুযোগ। সিলেটে সবশেষ ২০২৩ সালে দুইম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে দুটিতেই জয় পেয়েছিল টিম টাইগার্স। আরব আমিরাতে চলমান সিরিজের আগে তিনটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে আফগানদের বিপক্ষে। চার সিরিজের একটিতেই শুধু আফগানরা জয় পেয়েছে। একটি ড্র বাকি দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে প্রথম দেখায় ভারতের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালে দেরাদুনে তিন ম্যাচের সবকটিতে হারে বাংলাদেশ। এরপরে ২০২২ সালে মিরপুরে দুই ম্যাচের সিরিজটি ড্র হয়। প্রথম ম্যাচে বাংলাদেশ ৬১ রানের জয় পেলেও পরের ম্যাচটি আফগানদের বিপক্ষে হারে ৮ উইকেটে। ২০২৩ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ দ্বিপাক্ষিক...