ইংলিশ প্রিমিয়ার লিগে লন্ডন ডার্বিতে ওয়েস্টহ্যামের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আর্সেনাল। আরেক ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেড হারায় সান্ডারল্যান্ডকে। এমিরেটস স্টেডিয়ামে গানাররা শুরুতেই গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে। প্রথমার্ধে সফলতা মেলে। আর্সেনালের হয়ে ৩৮ মিনিটে ওয়েস্টহ্যামের জালে বল জড়ান ডেকলান রাইস। দ্বিতীয়ার্ধে বুকোয়া সাকা করেন ব্যবধান দ্বিগুণ। ৬৭ মিনিটে স্পট কিক থেকে ওয়েস্টহ্যাম জালে বল পাঠান সাকা। অন্য ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে প্রাণ ফিরে পেয়েছে ইউনাইটেড। ম্যাচের শুরুতেই ইউনাইটেডকে লিড এনে মেসন মাউন্ট। ৮ মিনিটে ব্রায়ান এমবুয়ের ক্রসে সান্ডারল্যান্ডের জালে বল পাঠান। প্রথমার্ধেই ইউনাইটেডের ব্যবধান দ্বিগুণ করেন বেঞ্জামিন সেসকো। ৩১ মিনিটে ডি বক্সের মধ্যে ক্লোজ রেঞ্জের শটে সান্ডারল্যান্ডের জালে বল পাঠান। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি...