রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের সুমি অঞ্চলের শোস্তকা শহরের একটি রেলস্টেশনে অন্তত একজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) স্থানীয় সময় এই হামলা চালানো হয়। হামলার পর একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরে যায়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘বর্বরোচিত’ বলে আখ্যা দিয়েছেন। স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে ৭১ বছর বয়সি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ও পুনর্গঠনমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, প্রথমে একটি লোকাল ট্রেনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়, এরপর কিয়েভগামী ট্রেনকে আঘাত করে দ্বিতীয় ড্রোন। দ্বিতীয় হামলার সময় উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ চলছিল। তিনি একে রাশিয়ার ‘ডাবল ট্যাপ’ কৌশল বলে বর্ণনা করেন, যেখানে প্রথম হামলার পর দ্বিতীয় হামলা হয় উদ্ধারকর্মী ও সাধারণ মানুষের...