শনিবার বাজুস এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণ এক লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি কিনতে লাগবে এক লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। অবশ্য অপরিবর্তিত আছে রুপার দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপা আগের দামে...