মেসে খাবারের সংখ্যা নির্ধারণকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে মেস মালিকসহ ৪ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের একটি মেসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তারা পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। আহতরা হলেন— ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সজিব (২০২১-২২), সিনিয়র শিক্ষার্থী মনিরুল ইসলাম রোহান (২০১৯-২০) ও এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগের শিক্ষার্থী নয়ন (২০২১-২২)। এছাড়া মেস মালিকও আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে জুনিয়র শিক্ষার্থী সজিব গুরুতর আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, আহত সজিব ও রোহানসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী কুষ্টিয়া শহরের পিটিআই রোডে একটি মেসে থেকে পড়াশোনা করেন। মেসের নিয়ম অনুযায়ী মাসে ৪৫টি মিল (খাবারের...