গত সপ্তাহে গাজামুখী এই নৌবহরে অভিযান চালিয়ে প্রায় ৫০০ অধিকারকর্মীকে আটক করেছিল ইসরায়েলি নৌবাহিনী। আন্তর্জাতিক চাপের মুখে এবার তাদের একটি অংশকে মুক্তি দিয়ে তুরস্কে পাঠানো হলো। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, ফেরত পাঠানোদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া ও তুরস্কসহ একাধিক দেশের নাগরিক রয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিশেষ বিমানে করে তাদের তুরস্কের বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়, যেখানে স্থানীয় কর্তৃপক্ষ গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছিল। পরবর্তীতে তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন বলে জানা গেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ফেরত পাঠানোদের মধ্যে অন্তত ৩৬ জন তুরস্কের নাগরিক। এর আগে আরও চারজন তুর্কিকে ফেরত পাঠানো হয়েছিল বলে জানানো হয়। প্রসঙ্গত, গাজায় সংহতি জানাতে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে ৪৫টির বেশি নৌযানে ৫০০ জনেরও...