এ প্রজন্মের সংগীতশিল্পী সুজানা রূপা। মূলত আধুনিক গান করে থাকেন তিনি। এই প্রথমবারের মতো ফোক গানে কণ্ঠ দিলেন এই শিল্পী। ‘পরান ধইরা টানে’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর করেছেন রনক রায়হান। সংগীতায়োজন করেছেন এস ডি সাগর। সুজানা রুপা বলেন, সময়ের চাহিদা মাথায় রেখে নিজস্ব ঘরনার বাহিরে এসে প্রথমবারের মতো ফোক মেলোডি গান গাইলাম। গানটি শ্রোতা মহলে সাড়া ফেলবে...