ফিলিস্তিনের দুর্ভিক্ষ কবলিত ছিটমহল গাজায় ত্রাণ সরবরাহ করতে চাওয়া আন্তর্জাতিক বেসামরিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া ১৩৭ জন আন্দোলনকারী উড়োজাহাজে করে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে গিয়েছেন। ইসরায়েল জানিয়েছে, ওই ফ্লোটিলার ৪০টিরও বেশি নৌযান থেকে গ্রেপ্তার করা ৪৫০ জনেরও বেশি আন্দোলনকারীর মধ্যে ১৩৭ জনকে শনিবার ইস্তাম্বুলগামী একটি বিশেষ ফ্লাইটে তুলে দিয়েছে তারা। এদের মধ্যে ৩৬ জন তুরস্কেরসহ যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনেসিয়া ও জর্ডানের নাগরিকরা রয়েছেন বলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আন্দোলনকারীদের বহনকারী তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের রামোন বিমানবন্দর থেকে রওনা হয়। পরে স্থানীয় সময় ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজ থেকে নামার পর তুরস্কের কর্মকর্তারা ও বিমানবন্দরে উপস্থিত...