দীর্ঘদিন ধরেই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য মুখিয়ে আছেন ট্রাম্প। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ বছরও তার এই পুরস্কার পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। যদিও তিনি আন্তর্জাতিক সংঘাত সমাধানে কিছু মধ্যস্থতার ভূমিকা নিয়েছেন, কিন্তু নোবেল কমিটির মানদণ্ড অনুযায়ী তার কার্যক্রম টেকসই শান্তি প্রতিষ্ঠায় যথেষ্ট প্রভাব ফেলেনি। এপি, রয়টার্স। শান্তিতে নোবেল পুরস্কার সাধারণত শান্তির স্থায়িত্ব, আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ ও বহুপাক্ষিক সংস্থার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য প্রদান করা হয়। এ দৃষ্টিকোণ থেকে দেখা গেলে, ট্রাম্পের রাজনৈতিক সিদ্ধান্ত এবং কার্যক্রম, বিশেষ করে জলবায়ু পরিবর্তন নিয়ে অবজ্ঞা এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অবিশ্বাস নোবেল কমিটির দৃষ্টিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সাল থেকে ট্রাম্প কয়েকবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। চলতি বছর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পাকিস্তান সরকারও তাকে নোবেল...