বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ সবই জেতা হয়েছে জুলিয়ান আলভারেজের। চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন আলভারেজ। আতলেতিকো মাদ্রিদের সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন এই তরুণ তারকা। ইএসপিনের সঙ্গে ‘ঝটপট উত্তর’ পর্বে আলভারেজের কাছে জানতে চাওয়া হয় ক্যাটাগরি অনুযায়ী তার চোখে সেরাদের নাম। আলভারেজের চোখে সেরা ফিনিশার কে? প্রশ্ন শেষ না করতেই জবাব, ‘লিওনেল মেসি’। সেরা প্লে-মেকার? আন্দ্রেস ইনিয়েস্তার নাম বেশ অনায়াসে বললেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ডিফেন্সে আলভারেজের সেরা জাতীয় দলের সতীর্থ ক্রিস্টিয়ান রোমেরো। আর গোলপোস্টে বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেজের ওপরই সবচেয়ে ভরসা রাখেন তিনি। সেরা ড্রিবলার হিসেবে বেছে নিলেন নেইমার জুনিয়রকে। 'সবচেয়ে অরা' ক্যাটাগরিতে আলভারেজ বেছে নিয়েছেন আতলেতিকোর সতীর্থ ও ফ্রান্সের আন্তোইন গ্রিজমানকে। লা লিগার ইতিহাসের সেরা ফুটবলারের প্রশ্নেও মেসির নামটাই...