বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীতা প্রত্যাহার বা সরে দাঁড়ানোর ঘোষণা। গতকাল শুক্রবার মধ্যরাতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। নির্বাচনে কারচুপির শঙ্কায় সরে দাঁড়ান আরেক প্রার্থী হাসিবুল আলম। এখানে কারো দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনো অনুকূলে থাকলে সবাইকে জানাবো সুষ্ঠু ভোট হচ্ছে না, বরং এটা প্রহসনের নির্বাচন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করছি এই প্রক্রিয়ায় ভালো কোনো ফল আসবে না। গতকাল শুক্রবার বিকেলে বিসিবিতে সংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন নিয়ে উচ্ছ্বাসের কথা বলেছিলেন লুৎফর রহমান বাদল। কিন্তু মধ্যরাতে তার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান। নাটকীয় এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেননি এই ক্রিকেট সংগঠক। তবে সিদ্ধান্তটি...