রবীন্দ্র জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ১৪০ রানের বড় ব্যবধানে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে শনিবার,(০৪ অক্টোবর ২০২৫) শেষ হওয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অল আউট করে ভারত জয় নিশ্চিত করে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৬২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ভারত করে ৫ উইকেটে ৪৪৮ রান। ২৮৬ রানের বড় ব্যবধানে এগিয়ে থাকে স্বাগতিক দল। তৃতীয় দিন ব্যাট না করে ইনিংস ঘোষণা করে। শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে জাদেজার ঘূর্ণিতে ৪৬ রানেই ৫ উইকেট হারায় ক্যারিবীয়রা। এ সময় জাদেজার ৩ উইকেটে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে ৪৬ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১শ’র কাছাকাছি নিয়ে যান অ্যালিক আথানাজে ও জাস্টিন গ্রেভস। দলীয়...