বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জামায়াত বিজয়ী হলে একজন এমপি নয়, এমপি হবে বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ। অতীতে আমরা এমপি পেয়েছি, কিন্তু প্রকৃত সেবক পাইনি। এবার মানুষ ভোট দেবে সেবক নির্বাচনের জন্য, ক্ষমতা নয়—সেবা করার জন্য।” আজ শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী বাউফলের কাছিপাড়া ইউনিয়নে গণসংযোগ ও বিভিন্ন পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ড. মাসুদ বলেন, “আমরা আল্লাহর আইনের আলোকে একটি সমৃদ্ধ, শোষণমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে চাই। বাউফলে আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। গোটা বাউফল একটি পরিবার—এ পরিবারের মধ্যে প্রতিহিংসা বা বিভাজন থাকতে পারে না। দল-মত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ বাউফল গড়ে তুলব।” তিনি আরও বলেন, “আমরা এমন রাস্তা চাই না যার জন্য কাকুতি-মিনতি...