জাকের পার্টির ভাইস চেয়ারম্যান, কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ বলেছেন, “ছাত্র জনতার আন্দোলন, আত্মত্যাগে পাঁচ আগষ্ট দেশের শাসক পরিবর্তন হলেও ঘুষ-দুর্নীতি ও লুটেরা রাজনীতির পরিবর্তন হয়নি। ছাত্র জনতার রক্তের দাগ এখনও শুকায়নি, জনগণ মনে করেছিল, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সরকারি সেবা নিশ্চিত হবে, কিন্তু কিছুই হয়নি। তাই সত্যিকারে মানুষের ভাগ্যের পরিবর্তনে জাকের পার্টিকে ক্ষমতায় আনতে হবে।” শনিবার (৪ অক্টোবর) বিকেলে আদাবর থানার সলনা কমিউনিটি সেন্টারে জাকের পার্টি আদাবর থানা আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কায়সার হামিদ বলেন, “জাকের পার্টি মানুষের কল্যাণে রাজনীতি করে। ঘুষ দুর্নীতি, মাদক চিরতরে নির্মূল করতে চায়। সরকারি সেবা নিশ্চিত করতে চায়। অসাম্প্রদায়িক ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে জাকের পার্টিকে ভোট দিন। কর্মের মাধ্যমে জাকের পার্টি আপনার রায়ের প্রতিদান দেবে।” বক্তব্য রাখেন জাকের পার্টি ঢাকা...